thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আওয়ামী লীগের পতন এখন সময়ের ব্যাপার- খন্দকার মোশাররফ 

২০২৩ জানুয়ারি ২১ ১৭:০৯:০৭
আওয়ামী লীগের পতন এখন সময়ের ব্যাপার- খন্দকার মোশাররফ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোশাররফ বলেন, কেউ আপসে ক্ষমতা ছেড়ে যায় না। অতীতে যেমন গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদকে হটিয়েছে, ঠিক একইভাবে এ সরকার বিদায় নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি বলেন, বিএনপির প্রায় ৬০০ কর্মী গুম হয়েছ। এক হাজারের বেশি মানুষ খুন। এটা জনবিচ্ছিন্ন সরকার। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।

বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থনীতি ধ্বংসের মুখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানির দাম বেড়েছে। এ মতাবস্থায় জনগণ আওয়াজ তুলেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো সংকটের সমাধান হবে না

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর