thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সরকার ধ্বংস করেছে-  বিএনপি মহাসচিব

২০২৩ জানুয়ারি ২৩ ২৩:৫৭:৩৪
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সরকার ধ্বংস করেছে-  বিএনপি মহাসচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় সংসদকে সরকার একদলীয় ক্লাবে পরিণত করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সরকার ধ্বংস করেছে।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, সংসদকে আওয়ামী লীগের একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে।

সব রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিয়ে বাকশাল কায়েম করা হয়েছে।

প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত, রাষ্ট্র মেরামতের রূপরেখা’র ব্যাখ্যা বিশ্লেষণ, শীর্ষক এই আলোচনা সভা হয়। গত ১৯ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা ঘোষণা করা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর