thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

দুই জঙ্গি গ্রেফতারের ঘটনায় মামলা

২০২৩ জানুয়ারি ২৪ ১৩:০৩:৫৭
দুই জঙ্গি গ্রেফতারের ঘটনায় মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক:কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলি বিনিময়ের পর নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ সামরিক শাখার প্রধান রনবীর ও বোমা বিশেষজ্ঞকে দেশি-বিদেশি অস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান ও শুরা সদস্য মাসিকুর রহমান মাসুদ ওরফে রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাশার ওরফে মৃধাসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, সোমবার (২৩ জানুয়ারি) সকালে অস্ত্র-গোলাবারুদসহ দুই জঙ্গীকে গ্রেপ্তারের ঘটনাস্থল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে পড়েছে। এ কারণে মঙ্গলবার সকালে র‌্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর