thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নতুন সাত স্বতন্ত্র পরিচালক পেলো সিএসই

২০২৩ জানুয়ারি ২৫ ১৮:২৮:৩৬
নতুন সাত স্বতন্ত্র পরিচালক পেলো সিএসই

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন সাত স্বতন্ত্র পরিচালক পেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ২৫ ফেব্রুয়ারি বিএসইসির অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি সিএসইর ব্যবস্থাপনা পরিচালকে দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্র মতে, বর্তমান চেয়ারম্যান আসিফ ইব্রাহিম আরও তিন বছর থাকছেন সিএসইর পর্ষদে। এর বাহিরে নিয়োগ পাওয়া বাকী ছয় স্বতন্ত্র পরিচালক হলেন- আব্দুল হালিম চৌধুরী, কাশিফ রেজা চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসাইন, ইশতার মহল এবং মোহাম্মদ নাকিব উদ্দিন খান।

উল্লেখ্য, উভয় স্টক এক্সচেঞ্জের পর্ষদে ১৩ জনের মধ্যে ৭ জন স্বতন্ত্র পরিচালক ও ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক রয়েছেন। এছাড়া ১ জন কৌশলগত বিনিয়োগকারীর মনোনিত পরিচালক এবং পদাধিকার বলে পর্ষদে আরেক জন রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর