thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সাঁতরে ব্রিটেন পার

২০১৩ নভেম্বর ১২ ১৭:১১:০৪
সাঁতরে ব্রিটেন পার

দিরিপোর্ট২৪ ডেস্ক : এবার সাঁতরে ব্রিটেন পার হলেন এক দুঃসাহসিক অভিযাত্রী। স্কটল্যান্ডের উত্তর-পূর্ব উপকূল থেকে শুরু করে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের উপকূলে এসে শেষ হয় এই সাঁতার।

স্কেন কনওয়ে নামের ওই দুঃসাহসিক অভিযাত্রী তার এ অভিযানে ১৩৫ দিন ব্যয় করে অতিক্রম করেন ১ হাজার ৪৫০ কিলোমিটার পথ। এ সময় ৯০ দিনের সমান সময় তাকে সাঁতার কাটতে হয় সাগরের ঠাণ্ডা লোনা পানিতে।

জিম্বাবুয়েতে জন্ম নেওয়া ৩২ বছর বয়সী কনওয়ে জুনের ৩০ তারিখ থেকে তার সাঁতার শুরু করেছিলেন। তবে খারাপ আবহাওয়ার কারণে মাঝে মাঝে তাকে জলের বাইরে বিরতি নিতে হয়েছে। কনওয়ে জানান, আবহাওয়া ভাল থাকলে এ পথ পাড়ি দিতে সাড়ে চার মাসের জায়গায় আড়াই মাস লাগতো।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে কনওয়ে বলেন, ‘আমি দেখলাম যে কেউই পূর্বে এ দুঃসাহসিক কাজটি করেনি আর এটিই আমার মনে কল্পনা সৃষ্টি করতে উৎসাহ যোগিয়েছে।’

তিনি বলেন, ‘পানি খুবই ঠাণ্ডা ছিলো। তবে সবচেয়ে বেশি কঠিন ছিলো জেলিফিশের আক্রমণ হতে নিজের মুখকে রক্ষা করা। আর এর জন্য আমাকে বিশাল দাড়ি রাখতে হয়েছে।’

‘ঠাণ্ডা পানিতে সাঁতার কাটতে কাটতে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। যার কারণে প্রচুর লোনাপানি পান করাটা তামাশার বিষয় ছিলো না।’

গত বছর এই কনওয়েই সাইকেলে চড়ে সারা বিশ্বভ্রমণ করেছিলেন।

(দিরিপোর্ট/এআইএম/এমডি/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর