thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার মেসি 

২০২৩ জানুয়ারি ২৮ ১৩:১৫:০৬
গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার মেসি 

দ্য রিপোর্ট ডেস্ক:ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ ফুটবল মাঠের সবদিক বিবেচনা করে সেরা ১০০ জন ফুটবলার বেছে নেয় প্রতিবছরই। সেই ধারাবাহিকতায় এবার সেরা ১০০ জন ফুটবলারের তালিকা তৈরি করেছেন ২০৬ জনের নির্বাচক প্যানেল। গার্ডিয়ানের চোখে যেখানে এবারের বর্ষসেরা ফুটবলার এওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসি।

দ্য গার্ডিয়ানের প্রকাশিত তালিকায় মেসি ছাড়াও সেরা পাঁচে রয়েছেন- কিলিয়ান এমবাপ্পে (২য়), করিম বেনজেমা (৩য়), আরলিং হল্যান্ড (৪র্থ) ও লুকা মদ্রিচ (৫ম)। এই তালিকায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার রয়েছেন ১২তম স্থানে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান ৫১তম স্থানে।

এছাড়া দ্য গার্ডিয়ানের প্রকাশিত তালিকায় সেরা ১০ এর মধ্যে আছেন কেভিন ডি ব্রুইন, রবার্ট লেভানদোভস্কি, ভিনিসিয়াস জুনিয়র, থিবো কোর্তোয়া ও মোহাম্মদ সালাহ। সেরা ১০০ জনের তালিকায় ম্যানসিটির ১২জন, রিয়াল মাদ্রিদের ১১জন, লিভারপুলের ৯জন এবং ম্যানইউ-পিএসজি-বার্সেলোনার ৫ জন করে ফুটবলার আছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর