thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

করোনায় বিশ্বে নতুন শনাক্ত দেড় লাখের নিচে

২০২৩ জানুয়ারি ২৯ ১১:৩৯:৪০
করোনায় বিশ্বে নতুন শনাক্ত দেড় লাখের নিচে

দ্য রিপোর্ট ডেস্ক:বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে, একইসঙ্গে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে। সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ শতাধিক মানুষ। আর একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে দেড় লাখের নিচে।

বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো। তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, হংকং, দক্ষিণ কোরিয়া ও ব্রাজিল। ফলে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ কোটি ৪৬ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে মোট ৬৭ লাখ ৫৭ হাজার।

আজ রোববার (২৯ জানুয়ারি) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এতথ্য জানিয়েছে। ওয়েবসাইট থেকে পাওয়া সবশেষ তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায়
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৯ জন মানুষ। আগের দিনের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা কমেছে তিন শতাধিক। ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৫৭ হাজার ৪৩২ জনে।

ভাইরাসটিতে একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২৫০ জন রোগী। অর্থাৎ আগের দিনের চেয়ে নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ২৬ হাজার। ফলে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৯৩২ জনে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর