thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিএনপির পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা- মির্জা ফখরুল

২০২৩ জানুয়ারি ৩০ ১৭:২৭:৪৫
বিএনপির পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা- মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে বিএনপি'র পদযাত্রা চলছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে সোমবার (৩০ জানুয়ারি) যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহীদ ফারুক রোড দিয়ে জুরাইন রেলগেট পর্যন্ত এ পদযাত্রা চলে।

পদযাত্রা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা, মানুষের অধিকার প্রতিষ্ঠার জয়যাত্রা। আওয়ামী লীগ প্রবাদ গুনছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে।

ফখরুল বলেন, আপনারা বলছেন পালাবো না। আওয়ামী লীগ নাকি পালায় না। অথচ এক এগারোতে গ্রেপ্তার হওয়ার ভয়ে কে কে পালিয়েছে তা দেশবাসী জানে। সরকারের দেয়ালে পিঠ ঠেকে গেছে, পালাবার পথ নাই। সময় আছে এখনও বিএনপির দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন দিন।

বিএনপি মহাসচিব বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বহিষ্কৃত সাত্তারকে জেতাতে নীতি নৈতিকতা ছেড়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে তারা। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। এটা বিএনপির মুক্তির লড়াই। শান্তিপূর্ণ কর্মসূচিকে দুর্বলতা মনে করবেন না, বাঁধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান সবাইকে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর