thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পিপীলিকাদের নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই- হানিফ

২০২৩ জানুয়ারি ৩০ ১৭:৩৯:৫২
পিপীলিকাদের নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই- হানিফ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির জোট ভাঙার বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। পিপীলিকাদের নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই।

সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি এখন গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে। তাদের সময় এগুলো কোথায় ছিল। তাদের জন্যই আজ শান্তি সমাবেশ করতে হয়। তারা গণতন্ত্র, স্বাধীনতা কিছুই বিশ্বাস করে না। তারা লুটপাট-সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়।

তিনি বলেন, বিএনপি ভালো করে জানে তারা নির্বাচনে পরাজয় লাভ করবে, তাই ভোট চায় না। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর