thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আমরা জনগণের দাবি নিয়ে কথা বলছি- আব্বাস

২০২৩ ফেব্রুয়ারি ০১ ২১:৩০:৫১
আমরা জনগণের দাবি নিয়ে কথা বলছি- আব্বাস

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা চিৎকার করলেও আওয়ামী লীগ ভয় পায়, আবার নীরব থাকলেও ভয় পায়। গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ১০ দফা দাবি আদায়ে আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমরা বলিনি, আমাদের মন্ত্রীত্ব দেন, বিএনপির জন্য গদি ছেড়ে দেন। আমরা জনগণের দাবি নিয়ে কথা বলছি। আজ আমাদের এই পদযাত্রা জনগণের দাবি নিয়ে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যদি চিৎকার করি আওয়ামী লীগ ভয় পায়। আমরা নীরব থাকলেও আওয়ামী লীগ ভয় পায়। বিএনপির পদযাত্রায় আজকে যে রাস্তা প্রকম্পিত হচ্ছে, সেই কারণে তারা ভয় পেয়ে গেছে।

তিনি বলেন, হঠাৎ করে বিদ্যুতের দাম বাড়ায় দেওয়া হল। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেন মাসে-মাসে বিদ্যুতের সমন্বয় করা হবে। ভাবটা এমন যেন এটা কারও রাজত্ব। রাজার হুকুম মতো দেশ চলবে। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সরকারের হুকুম মতো এদেশ চলবে, কারও রাজতন্ত্রে নয়। তবে এখন তো কোনো সরকার নাই। একটা অবৈধ দানব আমাদের ঘাড়ে চেপে বসেছে। এই দানবকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ ভোটারদের ভোটকেন্দ্রে আসতে আজ মাইকে ডাকছে। কেন্দ্রে ভোটার নয়, কুকুর দেখা যাচ্ছে। কারণ জনগণ এই প্রহসনের নির্বাচন বয়কট করেছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই পদযাত্রা আওয়ামী লীগের পতন যাত্রা। এখন শুধু সময়ের অপেক্ষায়। আজকে আমি মুগদা থেকে হেঁটে আসলাম। রাস্তায় মানুষের উপস্থিতির কারণে সুই ফেলারও জায়গা নেই।

আজ দুপুর আড়াইটায় বিএনপির পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৩টার দিকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে দুপুর ১টা থেকেই নেতাকর্মীরা কমলাপুর এলাকায় জড়ো হতে শুরু করেন। কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে শুরু হওয়া এই পদযাত্রা খিলগাঁও মোড় হয়ে মালিবাগ বাজারের সামনে গিয়ে শেষ হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর