thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত 

২০২৩ ফেব্রুয়ারি ০৩ ১৩:২০:১২
রাজধানীর বনানীতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত 

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর বনানী ওভার ব্রিজের নিচে দ্রুতগামী অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বি এস কৃষ্ণ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বনানী এলাকা থেকে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, তার কাছে থাকা কাগজপত্র থেকে তার নাম পরিচয় পাওয়া যায়। নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। বর্তমানে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৫ নম্বর বাসায় থাকতেন।তিনি আরো বলেন, শুক্রবার সকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনের কাছে হস্থান্তর করেছে বনানী থানা পুলিশ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর