thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ২০ জন গ্রেফতার

২০২৩ ফেব্রুয়ারি ০৭ ১২:১২:৩০
রাজধানীতে ছিনতাইকারী চক্রের ২০ জন গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ২০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক।

র‍্যাব কর্মকর্তা বলেন, সোমবার বিকেল থেকে রাতে পর্যন্ত ঢাকার মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, বসিলা ও কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম করে থাকে। এ ছাড়া দেশি অস্ত্রের মাধ্যমে এলাকায় ভীতি ছড়ায়।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, অস্ত্র ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর