thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

পাঠ্যবই নিয়ে বেশিরভাগই অপপ্রচার- শিক্ষামন্ত্রী 

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ০৩:৩৫:২৩
পাঠ্যবই নিয়ে বেশিরভাগই অপপ্রচার- শিক্ষামন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:নির্বাচনের আগে সরাকারের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই পাঠ্যবই নিয়ে অপপ্রচার চালানা হচ্ছে বলে সংসদে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে অন্য কোন ইস্যু না পেয়ে এডিট করে অথবা মিথ্যা ছবি ছড়িয়ে বিষোদগার করা হচ্ছে। স্কুলের পাঠ্যবই নিয়ে তোলা অভিযোগের বেশির ভাগই অপপ্রচার বলে জানান শিক্ষামন্ত্রী।

যেসব ভুল তথ্য রয়েছে সেগুলোর অনেকটাই এরই মধ্যে সংশোধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও যাচই-বাছাই করে সংস্কার করা হবে। এনিয়ে দুটি কিমটি কাজ করছে বলেও জানান দীপু মনি।

এছাড়া সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সরকারি বিরোধী দলের সংসদ সদস্যরা । মঙ্গলবার অধিবেশেন পাস হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর