thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

দ্রুতই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে- চীনা রাষ্ট্রদূত

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ০৩:৪০:০২
দ্রুতই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে- চীনা রাষ্ট্রদূত

দ্য রিপোর্ট প্রতিবেদক:দ্রুতই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এ বিষয়ে বেইজিং নিবিড়ভাবে কাজ করছে

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পরিকল্পনা কমিশনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, এটি (রোহিঙ্গা সমস্যা) একটি জটিল সমস্যা, যা গত ৬ বছর বছর ধরে ঝুলে রয়েছে। এর সঙ্গে অনেক পক্ষ জড়িত। চীন এ ক্ষেত্রে মধ্যস্থতা করছে। আশা করছি, দ্রুত এই সমস্যার সমাধান হবে।

এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সম্ভাব্য সবকিছু করবে বলে জানান তিনি।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট দেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করেছে, সেই লক্ষ্যে পৌঁছাতে চীন পাশে থাকবে। বিশেষ করে প্রযুক্তি খাতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর