thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রাম চলবে- গয়েশ্বর 

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ০৩:৪১:৫৩
জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রাম চলবে- গয়েশ্বর 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকারের হাত থেকে জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রাম চলবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপি নেতা খন্দকার আবু আশফাক জামিনে মুক্তি পাওয়ার পর নয়াপল্টনে আসেন। এ সময় দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জেল থেকে খন্দকার আবু আশফাক আজ মুক্তি পেয়েছেন। এটা একদিকে আনন্দের হলেও অন্য দিকে আনন্দের নয়। কারণ, পুরো জাতি আজ বন্দি। আমাদের নেত্রী এখনও বন্দি আছেন, সেখানে আমাদের সাময়িক মুক্তি আনন্দের হতে পারে না। হয়তো আবারও জেলখানায় যেতে হবে।

তিনি বলেন, জনগণ এই ফ্যাসিবাদের হাত থেকে চিরস্থায়ী মুক্তি চায়। আমরা জনগণ ও গণতন্ত্রকে মুক্ত করতে চাই। এই মুক্তি আমরা যতক্ষণ নিশ্চিত করতে পারব না ততক্ষণ লড়াই-সংগ্রাম চলবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর