thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির রেজাল্ট হস্তান্তর

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১১:৫০:১১
প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির রেজাল্ট হস্তান্তর

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় শেখ হাসিনা রেজাল্ট ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্টরা সে সময় উপস্থিত ছিলেন।

এর আগে পরীক্ষার ফলের সারসংক্ষেপ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

দুপুরে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী
রেজাল্টের বিস্তারিত তুলে ধরবেন।

গত ৬ নভেম্বর সারা দেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখের কিছু বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছিল এই পাবলিক পরীক্ষায়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর