thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সাধারণ শিক্ষা অর্জন করলে হবে না, প্রযুক্তি জ্ঞানও লাভ করতে হবে-  প্রধানমন্ত্রী

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১২:১৪:৪০
সাধারণ শিক্ষা অর্জন করলে হবে না, প্রযুক্তি জ্ঞানও লাভ করতে হবে-  প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে মেয়েদের সংখ্যা বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে গণভবনে শিক্ষামন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে ফল গ্রহণের পর তিনি এ কথা জানান। তবে পাসের হারটা ঠিক কত তা জানাননি প্রধানমন্ত্রী। এ বিষয় দুপুর ১২টায় বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

তিনি বলেন, ‘ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার। আমাদের ছেলেমেয়েরা আসলেই খুব মেধাবি। ’

সাধারণ শিক্ষার পাশাপাশি প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলা গড়ার চন্য সোনার মানুষ চাই। আজকের ছেলেমেয়েরা সোনার মানুষ। আমরা ভোকেশনাল ও আইসিটি শিক্ষার সুযোগ বাড়িয়ে দিচ্ছি। আমরা বহুমুখী ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। শুধু সাধারণ শিক্ষা অর্জন করলে হবে না, প্রযুক্তি জ্ঞানও লাভ করতে হবে। ’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর