thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

তুরস্ক সিরিয়া ভূমিকম্প: বিএনপির পদযাত্রা স্থগিত

২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১২:১০:৩৬
তুরস্ক সিরিয়া ভূমিকম্প: বিএনপির পদযাত্রা স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক:তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সাড়ে ১১ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবারের পদযাত্রা স্থগিত করেছে বিএনপি। বুধবার গভীর রাতে মোবাইলে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এমরান সালেহ প্রিন্স বলেন, 'তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির আজকের (বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি) পদযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। পদযাত্রার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।'

এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার দুই অংশে চারটি পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) সারা দেশে ইউনিয়নে ইউনিয়নে যুগপৎ পদযাত্রার কর্মসূচি পালন করবে দলটি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর