thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

আদালতে  আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন  ইরফান সেলিম

২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১৩:৪৬:১৮
আদালতে  আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন  ইরফান সেলিম

দ্য রিপোর্ট প্রতিবেদক:আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পেয়েছেন। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটির বিচারকাজ শুরুর পর গ্রেফতারি পরোয়ানা জারি হয় ইরফানের বিরুদ্ধে। ঠিক তার পরদিন জামিন পেয়েছেন তিনি।

ইরফান সেলিম আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর জামিন দেন তাকে।

এই মামলার অন্য ৪ আসামিরা হলেন— মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপু, সহযোগী কাজী রিপন, ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লা ও গাড়িচালক মীজানুর রহমান।

তাদের মধ্যে জাহিদুল কারাগারে আছেন। মীজানুর ও দীপু বর্তমানে জামিনে মুক্ত তবে কাজী রিপন পলাতক।

আগামী ৬ মার্চ সাক্ষগ্রহণের জন্য আদালত তারিখ নির্ধারণ করেছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মমিনুল হক ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি অভিযোগপত্র জমা দিয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর