thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্ব থাকবেনা- কৃষিমন্ত্রী 

২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১৯:২২:১৯
নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্ব থাকবেনা- কৃষিমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিনিধি দলের সদস্যরা।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি ২০১৪ সালের মতো না আসে তবে আমি মনে করি বিএনপি অস্তিত্ব সংকটে পরবে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে তত্ত্বাবধায়ক সরকার মানতে বাধ্য করার কথা বলছে। তারা ২০০৮ সাল থেকে আন্দোলন করছে। বিএনপি মনে করেছে আন্দোলন ধাপে ধাপে এগিয়ে নেবে। ১৪ বছর আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারেনি তাই আমার মনে হয় না তারা সরকারের পতন ঘটাতে পারবে।
কৃষিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে যে বিশাল অংকের ভর্তুকি দিয়ে যাচ্ছেন, তা পৃথিবীতে বিরল। অর্থনীতিতে যত চাপই আসুক, কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়ে এমন কোনো পদক্ষেপ নেবেন না তিনি।' সূত্র : বাসস

কানাডার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনিবলেন, আমরা অনুরোধ করেছি তারা বাংলাদেশ থেকে বিভিন্ন কৃষিপণ্য নিতে পারে। সেই ব্যাপারে তারা সহযোগিতা করবে বলেছে। অ্যাগ্রো প্রসেসিংয়ে দক্ষতা বাড়াতে তারা এগিয়ে আসবে বলে আশ্বাস দিয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর