thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

করোনায় মৃত্যুশূন্য দিন, শনাক্ত ৮

২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১৯:৩৭:১৪
করোনায় মৃত্যুশূন্য দিন, শনাক্ত ৮

দ্য রিপোর্ট প্রতিবেদক:করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু না হলেও ৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৬৫৫ জন। এর মধ্যে ২৯ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬ হাজার ২৫৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর