thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পিকনিকের বাস উল্টে নিহত ২

২০২৩ ফেব্রুয়ারি ১০ ০৬:৪২:১৯
পিকনিকের বাস উল্টে নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় যশোরের একটি বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারি) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই যশোরের বাঘারপাড়া বাকরি বহুমুখী মাধ্যবিদ্যারয়ের শিক্ষক, শিক্ষার্থী, ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতা। আহতরা কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্স, ফরদিপুর ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার পাল জানান, বৃহস্পতিবার সকালে ৩টি বাসে করে দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পিকনিকে যায়। সেখান থেকে আসার পথে কাশিয়ানির ভাটিপাড়া মোড়ে দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।

তিনি আরও বলেন, এতে মেইন সড়ক থেকে দ্বিতীয় বাসটি উল্টে পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় দ্বিতীয় বাসটির মধ্যে থাকা অভিভাবক সদস্য বিদ্যুৎ কুমার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয়েছেন আরও ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক। এদের মধ্যে ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস যশোর মেডিকেল নিয়ে যাওয়া পথে মারা যান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর