thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আ.লীগ  ক্ষমতায় আসে জনগণের ভোটে- স্বরাষ্ট্রমন্ত্রী 

২০২৩ ফেব্রুয়ারি ১১ ০১:৪৪:০৩
আ.লীগ  ক্ষমতায় আসে জনগণের ভোটে- স্বরাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ এমন একটি দল, যারা হত্যাকাণ্ডে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনোই বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসে না, ক্ষমতায় আসে জনগণের ভোটে।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া দরিয়ারপাড় ঈদগাহ কমপ্লেক্সের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'আমরা আর কোনো অন্ধকারে যাব না। আলোকিত বাংলাদেশ দেখে ফেলেছি, তার স্বাদ নিয়ে ফেলেছি। জঙ্গিবাদের উত্থান দেখেছি, আর সন্ত্রাসের শিকার হতে চাই না। অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে আলোকিত বাংলাদেশ পেয়েছি। জনগণের একটাই কথা— আবারও শেখ হাসিনা বিজয়ী হবেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ পূর্ণ হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন শেখ হাসিনা। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে গেলেও বিএনপি-জামায়াত দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর