thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবে - তথ্যমন্ত্রী  

২০২৩ ফেব্রুয়ারি ১১ ০১:৫২:৫৪
আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবে - তথ্যমন্ত্রী  

দ্য রিপোর্ট প্রতিবেদক:ক্ষমতায় থাকুক বা না থাকুক আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সাগর তীরবর্তী ডিসি ফ্লাওয়ার পার্কের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবে। আওয়ামী লীগের কোন পাল্টাপাল্টি কর্মসূচি নেই। বিএনপি-জামায়াতের সন্ত্রাসের রাজনীতি প্রতিহত করতেই মাঠে আছে আওয়ামী লীগ।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথের দল। সরকারি দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব হচ্ছে দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার দিকে নজর রাখা। তাই পাল্টাপাল্টি কর্মসূচী নয়, স্বাভাবিক কর্মসূচী দিয়েই মাঠে আছে আওয়ামী লীগ। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর