thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সাগর-রুনি হত্যা : ১১ বছরে শেষ হয়নি মামলার তদন্ত

২০২৩ ফেব্রুয়ারি ১১ ১২:৪২:৪৭
সাগর-রুনি হত্যা : ১১ বছরে শেষ হয়নি মামলার তদন্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক:সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের ১১ বছর আজ। তবে সাংবাদিক এই দম্পতির হত্যার প্রতিবেদন আজও দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়েছে ৯৫ বার।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে এ হত্যার রহস্য উন্মোচনের কথা বলেন। উল্লেখযোগ্য অগ্রগতির কথা বলেছিলেন আইজিপি।

দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের এপ্রিলে মামলার তদন্তে ব্যর্থতার কথা হাইকোর্টে স্বীকার করে ডিবি। এরপর র‍্যাবকে তদন্তের নির্দেশ দেয় আদালত। তখন থেকে মামলার তদন্ত করছে র‍্যাব। প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়েছে ৯৫ বার। সাগর-রুনির স্বজনদের অভিযোগ, সংশ্লিষ্টদের সদিচ্ছার অভাবে তদন্ত প্রতিবেদন দেয়া হচ্ছে না। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এখনও সাগর রুনি হত্যার কারণ খুঁজছেন তারা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর