thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শেখ হাসিনার অধীনে দেশে কোনো নির্বাচন না- মান্না

২০২৩ ফেব্রুয়ারি ১১ ১৭:০২:৫৭
শেখ হাসিনার অধীনে দেশে কোনো নির্বাচন না- মান্না

দ্য রিপোর্ট প্রতিবেদক:

শেখ হাসিনার অধীনে দেশে কোনো নির্বাচন আর হতে পারবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, আমরা সমস্ত দল মিলে যুগপৎ আন্দোলনের জন্য বৃহত্তর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। আজকের এই কর্মসূচিও সারা বাংলাদেশেজুড়ে পালন করা হচ্ছে। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনার ইভিএম মানি না, ভোট চুরির মাধ্যমে ফোরটুয়েন্টি নির্বাচন আর করতে দেব না।

দেশে সুষ্ঠু নির্বাচন দাবি করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কথা বলেন মান্না।

তিনি আরও বলেন, দু-এক দিনের মধ্যে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা শুরু করে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে দুপুর দেড়টায় পদযাত্রা শেষ করে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর