thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশে পাল্টাপাল্টি  রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ ইইউ'র

২০২৩ ফেব্রুয়ারি ১৩ ১১:০৪:৫২
বাংলাদেশে পাল্টাপাল্টি  রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ ইইউ'র

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলো। গত কয়েকদিনে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে সংঘর্ষের প্রেক্ষাপটে রোববার ঢাকায় ইইউ কার্যালয় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়।

বিবৃতিতে বলা হয়, ইইউ এবং ইইউ সদস্য দেশগুলোর ঢাকা মিশন সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণভাবে ও আইন মেনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদাত্ত আহ্বান জানাচ্ছে।'

সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতে শনিবার দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এদিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য রাজধানীর বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে।

বিএনপির এ কর্মসূচির দিনে তৃণমূলের নেতাকর্মীদেরকে সক্রিয় করতে ‘শান্তি সমাবেশ’র কর্মসূচি ডাকে আওয়ামী লীগ। তবে ক্ষমতাসীন দলটি একে ‘পাল্টা কর্মসূচি’ বলতে নারাজ।

দুই পক্ষের কর্মসূচিতে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে সহিংসতার খবর আসতে থাকে। কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মী, কোথাও পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির মঞ্চে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমাবেশ করার ঘটনাও একটি জেলায় ঘটে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর