thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বিএনপির কর্মসূচি সরকারের  আতঙ্ক - প্রিন্স

২০২৩ ফেব্রুয়ারি ১৩ ১৬:০২:০০
বিএনপির কর্মসূচি সরকারের  আতঙ্ক - প্রিন্স

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপির কর্মসূচি সরকারের মধ্য আতঙ্ক বিরাজ করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রিন্স বলেন, পৃথিবীতে কোনো ফ্যাসিবাদ টিকেনি। এই সরকারও বেশিদিন টিকবে না। অচিরেই জবরদস্তি করে জনগণের ঘাড়ে চেপে বসে থাকার দিন শেষ হবে।

তিনি বলেন, ক্ষমতাসীনদের আশকারায় নারী ও শিশু নির্যাতনের হিড়িক চলছে। বিচার বিভাগকে হাতের খেলনা করা হয়েছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সরকার ও সরকারপ্রধানের নিজস্ব বরকন্দাজে পরিণত করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, চলমান দুঃশাসনে জনগণের মধ্যে এখন ক্রোধবহ্নি দাউদাউ করে জ্বলছে। আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীরা মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে লাফ দিয়ে ওঠে এবং আবোল-তাবোল বকতে থাকে। আওয়ামী লীগ এখন জনগণের কাছে ভয়াবহ আতঙ্কের নাম।

সালেহ প্রিন্স বলেন, জনগণের কাছে শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই। সরকার নিজের গর্ত নিজেই খুঁড়ছে। এই সরকার বেশিদিন টিকে থাকবে না।

এ সময় সারাদেশ থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত এই দপ্তর সম্পাদক।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর