thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

কোস্টগার্ডকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে- প্রধানমন্ত্রী 

২০২৩ ফেব্রুয়ারি ১৩ ১৬:০৭:২৭
কোস্টগার্ডকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে- প্রধানমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:অর্জিত সমুদ্রসীমা এবং উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ডকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কোস্ট গার্ডের জন্য প্রশাসনিক ভাবন নির্মাণ করে দিয়েছি। বাহিনীর আধুনিকায়নে নতুন রূপকল্প গ্রহণ করা হয়েছে। কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করতে বাহিনীতে আধুনিক, শক্তিশালী, উন্নত প্রযুক্তির জাহাজ যুক্ত করা হচ্ছে।

বঙ্গবন্ধু স্যাটেলাটের সহযোগিতায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তারা যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ’
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কোস্ট গার্ড সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আমাদের সমুদ্র সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। এতে জনগণ উপকার পাচ্ছে। জনগণের বন্ধু হিসেবে কোস্টগার্ড আত্মপ্রকাশ করেছে। দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে তারা মাদকপাচার, অস্ত্র চোরাচালান, জলদস্যুতা রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ- ভূমিধস, জলোচ্ছ্বাস ও বন্যার সময় কোস্ট গার্ড অবদান রেখে যাচ্ছে। ’

বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘করোনার অতিমারি সারা বিশ্বে যখন অস্থির পরিস্থিতি তৈরি করেছিল, তখনো আমরা চেষ্টা করেছি অর্থনীতি ধরে রাখতে। এর পর যুদ্ধ বিশ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় খাদ্যমন্দা থেকে বাংলাদেশকে রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছি। আমাদের মিতব্যায়ী হতে হবে। উৎপাদন বাড়াতে হবে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। ’

কোস্টগার্ড সদস্যদের তিনি বলেন, ‘আপনার সবাই সজাগ থাকবেন। জাতির পিতার সোনার বাংলার গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন থাকবে না। প্রত্যেকের জীবন যেন সমৃদ্ধশালী হয়। দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে যেন গড়ে তুলতে পারি। ’

এ সময় কোস্ট গার্ডের সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর