thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নতুন রাষ্ট্রপতির ভূমিকা আশা করেন রওশন এরশাদ

২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১৫:১১:২৫
গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নতুন রাষ্ট্রপতির ভূমিকা আশা করেন রওশন এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। সদ্য নির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অভিনন্দন বার্তায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নব নির্বাচিত রাষ্ট্রপতি আপসহীন। অতীত কর্মজীবনে নিষ্ঠা-সততা-দক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি তার রাজনৈতিক ক্যারিয়ারও বর্ণাঢ্য। মহান স্বাধীনতা সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তিনি।

আইন বিষয়ে দক্ষ দেশের নতুন রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর আস্থা এবং জনগণের ভালোবাসা অর্জন করবেন বলেও বিরোধীদলীয় নেতা আশা করেন।

এছাড়া রওশন এরশাদ আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী সংসদ নির্বাচন যেহেতু তাঁর মেয়াদেই অনুষ্ঠিত হবে সেদিক বিবেচনা করে সব দলের দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নিয়ে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ভূমিকা রাখবেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর