thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে নেই বাংলাদেশ,চিন্তিত নয় সরকার

২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১৫:৩২:৫৭
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে নেই বাংলাদেশ,চিন্তিত নয় সরকার

দ্য রিপোর্ট প্রতিবেদক:এ নিয়ে দুবার যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না পেলেও বিষয়টি আমলে নিচ্ছে না সরকার। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তার সাথে আলোচনা ঘিরেই প্রত্যাশা রয়েছে বলেও জানান তিনি।

এ বারের আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সমস্যা সমাধান ও র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজন করতে যাচ্ছেন দ্বিতীয় গণতন্ত্র সম্মেলন। ২৯ মার্চের এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সহযোগী আয়োজক কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়ার সরকার।

দ্বিতীয় দফার এ সম্মেলনে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপসহ ১১১টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

কিন্তু এবারের সম্মেলনেও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। তারপরও সরকার এ নিয়ে চিন্তিত নয় বলে জানান পররাষ্ট্র সচিব।

গণতন্ত্র সম্মেলন থেকে বঞ্চিত হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলের ঢাকা সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন শোলে। ঢাকার আগ্রহ র‍্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ উপদেষ্টার গুরুত্ব এবার রোহিঙ্গা ইস্যুতে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর