thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে  নবনির্বাচিত  রাষ্ট্রপতির  সাক্ষাৎ 

২০২৩ ফেব্রুয়ারি ১৪ ১৬:০২:০৪
সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে  নবনির্বাচিত  রাষ্ট্রপতির  সাক্ষাৎ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আজ (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেসোমবার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

গত রোববার রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। রাষ্ট্রপতি পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সোমবার দুপুরে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে সোমবার বিকেলেই প্রজ্ঞাপন জারি করেছ নির্বাচন কমিশন সচিবালয়।

দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আগামী ২৩ এপ্রিল অবসরে যাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর