thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে নয়া রাষ্ট্রপতি  

২০২৩ ফেব্রুয়ারি ১৪ ২০:৫২:৫১
রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে নয়া রাষ্ট্রপতি  

দ্য রিপোর্ট প্রতিবেদক:বর্তমান রাষ্ট্রপতিমো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে গেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও সেখানে উপস্থিত রয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এর আগে গত রবিবার (১২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সাহাবুদ্দিনের জন্য দুটি মনোনয়নপত্র জমা নির্বাচন কমিশনে দেওয়া হয়। পরদিন সোমবার যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গ্রহণ করা হয়। এছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সেদিন বিকেলে তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট জারি করা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর