thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিএনপির পদযাত্রার নতুন তারিখ ১৭ই ফেব্রুয়ারি

২০২৩ ফেব্রুয়ারি ১৪ ২০:৫৫:০৩
বিএনপির পদযাত্রার নতুন তারিখ ১৭ই ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির ঢাকা মহানগরীর পদযাত্রা এগিয়েছে। অন্য মহানগরীতে কর্মসূচির তারিখ ঠিক থাকলেও ঢাকার কর্মসূচি একদিন এগিয়ে এনেছে দলটি। তবে নেতারা জানান, অনিবার্য কারণে এই তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের অন্যান্য মহানগরগুলোতে বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অনিবার্য কারণে ঢাকার পদযাত্রা আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর