thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নবনির্বাচিত রাষ্ট্রপতির ব্যাপারে চুপ বিএনপি

২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৫:১৩:৪৫
নবনির্বাচিত রাষ্ট্রপতির ব্যাপারে চুপ বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়ে বিএনপির অভিমত জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কোনো কথা বলতে অপরাগতা জানিয়েছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিএনপির অপর দুই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে তাদের অভিমত জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান।

এ সময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের কোনো আগ্রহও নেই। ব্যাখ্যাও দিতে চাই না।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গত ১৩ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ বলেন, ‘দেশের সমস্যা সমাধানে ব্যর্থ ও অক্ষম সরকারের পরিবর্তন চায় বলেই বিরোধী দলের সভা-সমাবেশ-মিছিলে জনগণ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। মামলা, নির্যাতন অগ্রাহ্য করতে সাহসী হয়েছে এবং বিজয়ের লড়াইকে বেগবান করেছে। কিন্তু ক্ষমতাসীন দল বিরোধী দলের প্রতিটি কর্মসূচিতে সংঘাতের উস্কানি দিচ্ছে। বিরোধী দল সচেতনভাবে এসব প্ররোচনার ফাঁদে পা না দেওয়ায় সরকারি দলের মন্ত্রী ও নেতারা হতাশ হয়ে আবোল-তাবোল কথা বলে লোক হাসাচ্ছে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর