thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচকের পতনে লেনদেন

২০২৩ ফেব্রুয়ারি ১৫ ১৫:৩৩:০৫
সূচকের পতনে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন নিয়ে সূচকের সঙ্গে লেনদেনের পতন দ্বিতীয় দিন গড়ালো। বাজারে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৬ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ২২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৭ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৩৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ৪৩১ কোটি ৪৯ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ১০ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৩৪ পয়েন্টে, সিএসসিএক্স ১৬ পয়েন্ট কমে ১১ হাজার ৫০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৩১৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৩২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির। দিন শেষে সিএসইতে ৫ কোটি ৭৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর