thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া

২০২৩ ফেব্রুয়ারি ১৬ ০৮:২৯:৩৭
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া। সম্পর্ক দৃঢ় করার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক যোগাযোগ বাড়ানোয় গুরুত্ব দিতে হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ভবিষ্যত কৌশল বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন এসব কথা বলেন।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিশেষ দূত বলেন, কোরিয়া-বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আরও বাড়াতে চাই। গত ৫০ বছরের অভিজ্ঞতায় আমরা পরবর্তী ৫০ বছরের দিকে তাকাতে চাই। দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতেই আমাকে বাংলাদেশে পাঠিয়েছেন প্রেসিডেন্ট।

দুই দেশের সম্পর্ক উন্নয়নে শীর্ষ নেতাদের সফর বিনিময়ের ওপর জোর দেন বিশেষ দূত মিন। তিনি বলেন, আমাদের সফর বিনিময় করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিষয় কূটনৈতিক পর্যায়ে আমরা আলোচনা করবো।

দুই দিনের সফরে কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত মিন মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় আসেন। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর