thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

শেখ হাসিনার প্রতি ভারতের পুরো সমর্থন আছে

২০২৩ ফেব্রুয়ারি ১৬ ০৮:৫১:০৩
শেখ হাসিনার প্রতি ভারতের পুরো সমর্থন আছে

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

বিনয় খাতরা বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ উন্নয়ন যাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধন অত্যন্ত দৃঢ়। সমগ্র বিশ্ব এখন বাংলাদেশ ও ভারত সম্পর্ককে মূল্যায়ন করে। এই সম্পর্ক আরও মজবুত হচ্ছে।

ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ যাতে সহজেই ঋণ নিতে এবং তা পরিশোধ করতে পারে সেজন্য ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের (এলওসি) শর্তাবলি সহজ করার চেষ্টা চলছে।

বিনয় খাতরা আরও বলেন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য দুই দেশের স্থানীয় মুদ্রা ব্যবহার করেই পরিচালনা করা যেতে পারে।

বৈঠকে শেখ হাসিনাকে চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্র সচিব। এ সময় প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। সূত্র : বাসস

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর