thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আগামী নির্বাচনের সবার অংশগ্রহন চায় ইইউ- কাদের

২০২৩ ফেব্রুয়ারি ১৬ ২২:২১:২৭
আগামী নির্বাচনের সবার অংশগ্রহন চায় ইইউ- কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সব দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে নির্বাচনে অংশ নেওয়া কিংবা কোনো সংলাপ চায় না বিএনপি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের এম্বাসেডরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে ওবায়দুল কাদের সকালে গুলশানে যান। এসময় ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন চায় আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ। আমরা আশ্বস্ত করেছি, আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু হবে, নির্বাচন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নির্বাচনকেন্দ্রিক বিদেশিদের কোনো নির্দেশনা আওয়ামী লীগ অনুসরণ করবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিদেশিদের সঙ্গে চুপিচুপি বৈঠক করে আর আওয়ামী লীগ জানান দিয়ে বৈঠক করে।

নির্বাচনে পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন অংশ নিতে চায় না মন্তব্য করে কাদের বলেন, তারা আবারও দেশকে অস্থিতিশীল করে আগুন সন্ত্রাস করে ক্ষমতায় যেতে চায়।

কাদের বলেন, যে দল রাষ্ট্রপতির আহ্বান প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনের ডায়ালগ প্রত্যাখ্যান করে তারা ডেমোক্রেসি চায় না। তবে পচাত্তরের পর আওয়ামী লীগ সরকারই আইনের মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে এবং এ সরকারই সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনে যা যা করণীয় তাই করবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর