thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

যুক্তরাষ্ট্র সফরে যাবেন  পররাষ্ট্রমন্ত্রী 

২০২৩ ফেব্রুয়ারি ১৬ ২২:২৫:৪৭
যুক্তরাষ্ট্র সফরে যাবেন  পররাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর লস অ্যাঞ্জেলেস সফরের সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি শহীদ মিনারের পাশাপাশি সেখানকার একটি লাইব্রেরিতে বাংলাদেশ কর্নার উদ্বোধন করবেন। একইসঙ্গে সেখানে জলবায়ু পরিবর্তনবিষয়ক একটি বক্তব্য দেবেন।

এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে ড. মোমেনের।

এদিকে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেটে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর