thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

লিবিয়ার প্রধানমন্ত্রী অপহৃত

২০১৩ অক্টোবর ১০ ১২:২০:১২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
লিবিয়ার প্রধানমন্ত্রী অপহৃত
দিরিপোর্ট২৪ ডেস্ক : লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জাইদেনকে রাজধানী ত্রিপোলীর একটা হোটেল থেকে অজ্ঞাত অস্ত্রধারীরা নিয়ে গেছে। লিবিয়ার সরকারী ওয়েবসাইট থেকে জানা গেছে আলী জাইদেনকে বৃহস্পতিবার ভোরে ‘অস্ত্রধারীরা অজ্ঞাত কারণে অজ্ঞাত স্থানে’ নিয়ে গেছে। খবর বিবিসির।

এ ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে অসমর্থিত সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। অসমর্থিত সূত্র থেকে ধারণা করা হচ্ছে জাইদেনকে অপরাধ দমন বিভাগের লোকজন গ্রেফতার করে নিয়ে গেছে। আবার অন্য সূত্র থেকে জানা যাচ্ছে, তাকে অপহরণ করা হয়েছে।

মঙ্গলবার তিনি পশ্চিমাদের কাছে লিবিয়াতে সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানান। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন লিবিয়া পুরো অঞ্চলে অস্ত্র পাচারের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

(দিরিপোর্ট২৪/এমডি/জেএম/অক্টোবর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর