thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

নিবন্ধন পেল  নাজমুল হুদার তৃণমূল বিএনপি

২০২৩ ফেব্রুয়ারি ১৬ ২২:৩৭:১৭
নিবন্ধন পেল  নাজমুল হুদার তৃণমূল বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:

অবশেষে নিবন্ধন পেল সাবেক বিএনপি নেতা নাজমুল হুদার দল ‘তৃণমূল বিএনপি’।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

দলটির নিবন্ধন নম্বর ৪৫। দলটির প্রতীক ‘সোনালী আঁশ’। এ নিয়ে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪০টিতে।

গত ১৮ ডিসেম্বর নাজমুল হুদার দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

এর আগে, ২০১৮ সালে রাজনৈতিক দল হিসেবে ‌‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে ইসিতে আবেদন করেন নাজমুল হুদা। যাচাই-বাছাই শেষে ইসি দলটিকে নিবন্ধন দেওয়ায় হাইকোর্টে রিট করেন তিনি। পরে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট। তবে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে লিভ টু আপিল করে নির্বাচন কমিশন। পরে গত বছরে সেই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর