thereport24.com
ঢাকা, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১,  ২৯ জমাদিউল আউয়াল 1446

মিরাকে লেখা চিঠি

২০২৩ ফেব্রুয়ারি ১৭ ১৭:৫৩:১৩
মিরাকে লেখা চিঠি

মহিউদ্দীন মোহাম্মদ

এক.

ছুঁয়ে দিয়েছিলে আমাকে যেদিন মিরা, মনে পড়ে সেই বিকেলের একপাশে;

এখনো গোলাপ, জ্বলছে দীপ্র হীরা, রাত্রিগুলোন নিয়মমাফিক আসে?

বুকের মধ্যে ফুলকি অযুতধারা, চক্ষুআনত লজ্জার সংসার।

সাবালিকা হয় নিরুপম সুখধারা;বোলতার হুলে মুহূর্তে সংহার।

ভয় অভয়ের কতযে ডানায় উড়ি! উড়তে উড়তে উড়বার সবদিন,

রঙবেরঙের সুতোকাটা এক ঘুড়ি; সাতআসমান পাড়ি দেয় সঙ্গীন।

দুপুর গড়িয়ে বিকেল, নামছে সন্ধ্যারা চারিদিক;

রাত্রির পেট ফুঁড়ে আসে ডানা, পঙ্খি অশারিরীক?

এখানে যেও না, ওখানে যেও না, যাব না কোথাও আর!

আমার ভেতরে আমি রয়ে গেছি, মস্ত এক পাহাড়।

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর