thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

আজ থেকে মেট্রোরেলের  উত্তরা স্টেশন চালু

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ০৯:২৩:৫৫
আজ থেকে মেট্রোরেলের  উত্তরা স্টেশন চালু

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগেই মেট্রোরেলে তিনটি স্টেশন চালুর পর এবার যাত্রী চলাচলের জন্য চতুর্থ স্টেশন ‘উত্তরা সেন্টার’ চালু হয়েছে। জনসাধারণের জন্য আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই স্টেশন খুলে দেওয়া হয়।

সর্বপ্রথম উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও স্টেশন দিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর পল্লবী স্টেশন খুলে দেওয়া হয়। এবার উত্তরা উত্তরের এই স্টেশনটি মেট্রোরেলের চতুর্থ স্টেশন হিসেবে খুলেছে।

উত্তরার বাসিন্দা এক যাত্রী বলেন, এতোদিন মেট্রোরেলের জন্য উত্তরা দিয়াবাড়ী থেকে যেতে হত। এখন এটি চালু হওয়ায় ফলে যাতায়াতের জন্য আরও বেশি সুবিধা হলো।

প্রসঙ্গত, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২১ কি.মিটার। এমআরটি লাইন-৬ নামে পরিচিত এটি। সরকার এই প্রকল্প হাতে নেয় ২০১২ সালে। গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের প্রথমাংশের (উত্তরা থেকে আগারগাঁও) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর