thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

শ্বাসরুদ্ধকর অভিযান, সুন্দরবনের গহীনের খাল থেকে ১০ পর্যটক উদ্ধার

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ০৯:৫৫:০৩
শ্বাসরুদ্ধকর অভিযান, সুন্দরবনের গহীনের খাল থেকে ১০ পর্যটক উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক:৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে সাতক্ষীরার সুন্দরবনের গহীনে খালে হারিয়ে যাওয়া ১০ পর্যটক উদ্ধার হয়েছে। সুস্থ অবস্থায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাদেরকে উদ্ধার করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আক্তার হোসেন উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, শুক্রবার সকালে যশোরের শার্শা উপজেলার পুটখালী ও বারিপোতা থেকে আসা ১০ জন পর্যটক ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টারে যায়। বিকালে ফেরার পথে ভুলে সুন্দরবন গহীনে খালের মধ্যে হারিয়ে যায়। এক পর্যায়ে পথ খুঁজে পেতে ঘুরতে ঘুরতে ট্রলারের তেলও ফুরিয়ে যায়। এসময় পর্যটকেরা আতঙ্কিত হয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন।

ইউএনও আরও বলেন, মোবাইল ফোনে তাদের কথা শুনে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন, বনবিভাগ, পুলিশের সমন্বয়ে একটি ৬টি আলাদা ট্রলারযোগে সুন্দরবনের ভেতরে প্রবেশ করে তাদেরকে খুঁজতে থাকে। প্রায় ৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাদের সবাইকে সুস্থ অবস্থায় রাত ১০ টায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পর্যটকরা উপজেলা প্রশাসনসহ উদ্ধারের কাজে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর