thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

নিউজিল্যান্ডের সাথে হেরে বিদায় বাংলাদেশের মেয়েদের

২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১০:০১:০১
নিউজিল্যান্ডের সাথে হেরে বিদায় বাংলাদেশের মেয়েদের

দ্য রিপোর্ট ডেস্ক:আগের দুই ম্যাচে লড়াই করলেও নিউজিল্যান্ডে বিপক্ষে অসহায় আত্মসমর্পন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

কেপটাউনে কিউই মেয়েদের কাছে ৭১ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৯০ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। জবাবে ব্যাট করতে নেমে জ্যোতির দল ৮ ইউকেট হারিয়ে রান তোলে ১১৮। এতে বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ২২ বলে ৪টি চারে সর্বোচ্চ করে ৩১ রান। মোর্শেদা ৩৮ বলে ৩ চারে ৩০ রান করেছে।

কিউই বোলারদের মধ্যে ইডেন কারসন ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া হান্না রো ১৫ রানে ২টি উইকেট নেন।

টসে জিতে ব্যাটিয়ে নেমে বার্নাডিন ও সুজির ওপেনিং জুটিতে ৭৭ রান তোলে নিউজিল্যান্ড। এরপর বার্নাডিন ২৫ বলে ৪৪ করে আউট হন। তবে দলের হয়ে সর্বোচ্চ ৬১ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৮১ রান করেন সুজি। আর ২০ বলে ৭ চারে ম্যাডি গ্রিন ভেগায়র করেন ৪৪ রান।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর