thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

দেশকে প্রাধান্য দিয়ে পিসিএলের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

২০২৩ ফেব্রুয়ারি ১৯ ২১:২৭:১৭
দেশকে প্রাধান্য দিয়ে পিসিএলের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের স্পিডস্টার তাসকিন আহমেদ এর আগে আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তাসকিন আরও একবার ফ্রাঞ্চাইজি লীগের লোভনীয় প্রস্তাবকে ফিরিয়ে দিলেন দেশের কথা ভেবে।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। পিএসএলের দল মুলতান সুলতানস তিন ম্যাচের জন্য তাকে নিতে চেয়েছিল। কিন্তু এই পেসার ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে সেই প্রস্তাবকে 'না' বলে দিয়েছেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা সিরিজ, গুরুত্বপূর্ণ এটা। কয়েক ম্যাচের জন্য যদি প্রস্তাব আসে, ওখানে গিয়ে আমি এই খেলা মিস করি, সেটা খারাপ দেখাবে। যেহেতু আমি একটা চোট কাটিয়ে উঠেছি, তাই ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। এটা নিয়েই আক্ষেপ নেই।’

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর