thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

ডেঙ্গু-আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু 

২০২৩ ফেব্রুয়ারি ২০ ২০:০৭:৪৭
ডেঙ্গু-আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু 

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি মাসে মোট তিনজনের মৃত্যু হলো। সবশেষ গত ৫ ফেব্রুয়ারি একজনের মৃত্যু হয়েছিল। আর সোমবার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন রোগী।

আর আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন। এই নিয়ে চলতি বছরে মোট ৯ জনের মৃত্যু এবং মোট আক্রান্ত হয়েছেন ৬৯৯ জন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি- বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫ জন। আর চলতি বছরে মোট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৬৪ জন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর