thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো বিএনপি

২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৩:১৯:৫৩
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:মহান অমর একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি)সকাল পৌনে ৮টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের নেতারা আজিমপুর কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনি, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর