thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

সাইকেল চালিয়ে এসে ৮ ভারতীয়র শ্রদ্ধা নিবেদন

২০২৩ ফেব্রুয়ারি ২১ ১৮:২৩:২৯
সাইকেল চালিয়ে এসে ৮ ভারতীয়র শ্রদ্ধা নিবেদন

দ্য রিপোর্ট প্রতিবেদক:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শৈবাল ব্যানার্জি নামে এক শিক্ষক ও তার স্ত্রীসহ আটজন। ভারতের পশ্চিমবঙ্গের হুগলি থেকে সাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন তারা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রায় ৫০০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছান তারা। পরে সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন এই আট বাঙালি।

ভারতের হুগলি জেলার একটি উচ্চ বিদ্যালয়ে জীববিজ্ঞানের শিক্ষক শৈবাল ব্যানার্জি। তার সঙ্গে এসেছেন স্ত্রী মহুয়া ব্যানার্জি, বন্ধু শ্রীকান্ত মণ্ডল, প্রশান্ত সরকার, প্রণব কুমার মাইতি, রমজান আলী, রঞ্জন দাস ও সত্যব্রত ভাণ্ডারী।

১৪ ফেব্রুয়ারি হুগলির চন্দননগর থেকে সাইকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা করে ছয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় পৌঁছান তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় রাত কাটান। পরে মঙ্গলবার সকালে হাতে ফুল, মাথায় পতাকা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান এই আট ভারতী বাঙালি।

শৈবাল ব্যানার্জি বলেন, আমি আগেও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলাম। এবার আমরা আটজন এসেছি। আমার স্ত্রীও এসেছেন আমার সঙ্গে। আমরা শুধু বাংলা ভাষাকে ভালোবেসে সাইকেল চালিয়ে এখানে এসেছি। একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে অনেক গর্বের। আমরা আন্তর্জাতিক স্বীকৃতি শুধু একুশে ফেব্রুয়ারির কারণেই পেয়েছি। এই দিনে ভাষা শহীদদের শ্রদ্ধা না জানালে ভাষার সম্মান অপূর্ণ থেকে যাবে। এই সম্মান জানানোর মাধ্যমেই দুই বাংলার মেলবন্ধন ঘটেছে। দুই বাংলার মধ্যে পার্থক্য শুধু কাঁটাতার। এ ছাড়া আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের ভাষা, চলাফেরা, ব্যবহার ও সংস্কৃতি সবই এক। ভাষাকে ঘিরেই দুই বাংলা মিলেমিশে একসঙ্গে এগিয়ে চলুক। এটাই আমাদের চাওয়া।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর